বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩ ০০:০০ টা

শিশু রাব্বি হত্যার রহস্য উদঘাটন

কিশোরগঞ্জ প্রতিনিধি

শিশু রাব্বি হত্যার রহস্য উদঘাটন

কিশোরগঞ্জের নিকলীতে সাড়ে পাঁচ বছরের শিশু লাবিব ওরফে রাব্বিকে ঘাড় মটকে এবং নাকে ও মুখে মাটি ঢুকিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। হত্যাকান্ডের সঙ্গে জড়িত দুজনকে গ্রেফতারের পর পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন তারা। গ্রেফতার দুজন হলেন রাব্বির ফুফা দিদারুল ইসলাম পায়েল (৩৩) ও তার সহযোগী আবদুল কাইয়ুম ওরফে তনয় খান (১৯)। গতকাল কিশোরগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত প্রেসব্রিফিংয়ে এ কথা জানান, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ। তিনি বলেন, দিদার এ হত্যাকান্ডের মাস্টারমাইন্ড। হত্যার কিছুদিন আগে দিদারের সঙ্গে তার স্ত্রীর বিচ্ছেদ হয়। এ নিয়ে রাব্বির পিতা আমির হোসেনের সঙ্গে দিদারের মারামারির ঘটনা ঘটে। আমির হোসেনকে উচিত শিক্ষা দিতেই তার ছেলে রাব্বিকে হত্যার পরিকল্পনা করে দিদার। সে অনুযায়ী দিদার তার সহযোগী তনয়কে নিয়ে ১৯ মে সন্ধ্যা পৌনে ৭টা থেকে ২০ মে দুপুর ২টার মধ্যে কোনো এক সময় রাব্বিকে হত্যা করে। এ ঘটনায় রাব্বির পিতা আমির হোসেন বাদী হয়ে ২০ মে অজ্ঞাতনামা আসমিদের বিরুদ্ধে নিকলী থানায় একটি মামলা করেন।

সর্বশেষ খবর