রবিবার, ৪ জুন, ২০২৩ ০০:০০ টা

বালু তোলায় ভাঙনের হুমকিতে জমি

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সখীপুরের চাকদহ গ্রামে বংশাই নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু তুলছে দুর্বৃত্তরা। এতে ভাঙনের হুমকিতে আবাদি জমি। আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। সরেজমিন দেখা যায়, বংশাই নদীর আবাদি জমি ঘেঁষে ড্রেজার বসিয়ে বালু তোলা হচ্ছে। কে বা কারা ড্রেজার বসিয়েছে জিজ্ঞেস করলে পালিয়ে যায় তিন শ্রমিক। স্থানীয়রা জানান, এর আগেও কয়েকবার ড্রেজারের পাইপ ভেঙে দিয়ে গেছে উপজেলা প্রশাসন। তারপরও বালু তোলা বন্ধ হয়নি। আবাদি জমি ও পরিবেশ রক্ষার জন্য ড্রেজার দিয়ে বালু তোলা বন্ধের দাবি জানান এলাকাবাসী। সখীপুরের ইউএনও ফারজানা আলম বলেন, ড্রেজার দিয়ে বালু তোলার ঘটনায় কয়েকবার গিয়ে পাইপ ভেঙে দিয়েছি।

সর্বশেষ খবর