সোমবার, ৫ জুন, ২০২৩ ০০:০০ টা

কাঁচা চা পাতার মূল্য বৃদ্ধির দাবি

পঞ্চগড় প্রতিনিধি

কাঁচা চা পাতার মূল্য বৃদ্ধির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন হয়েছে। চা বাগান মালিক সমিতির আয়োজনে চৌরঙ্গী মোড়ে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে গতকাল এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কাঁচা চা পাতার সর্বনিম্ন দাম প্রতি কেজি ৪০ টাকা নির্ধারণের দাবি জানানো হয়। জেলার বিভিন্ন উপজেলার কয়েক শ চা চাষি মানববন্ধনে অংশ নেন।

চা বাগান মালিক সমিতি সভাপতি দিদারুল আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন চা চাষি অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি আবু সাঈদ, চা বাগান মালিক সমিতির সাধারণ সম্পাদক মানিক খা, ক্ষুদ্র চা চাষি শাহীনুর রহমান, সামসুন্নাহার খুকি, আওরঙ্গজেব নতুন প্রমুখ। এ সময় ৯ দফা দাবি তুলে ধরা হয়। বক্তারা বলেন, বর্তমানে কাঁচা চা পাতার কেজি ১৫ টাকা দরে কিনছেন কারখানা মালিকেরা। রিজেক্টেটের অজুহাতে প্রতি কেজি কাঁচা চা পাতার ৪০ শতাংশের দামও দেয় না। ফলে প্রতি কেজি চা পাতার দাম পড়ে ৮-১০ টাকা। এতে চা চাষিরা লোকসান গুনছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর