বুধবার, ৭ জুন, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ফেসবুক লাইভে এসে ট্রেনের নিচে ঝাঁপ গৃহবধূর

ফরিদপুর প্রতিনিধি

‘আমি মরে যাব আজকে, আপনারা আমার দুইটা বাচ্চাকে দেইখ্যা রাইখেন। আমার মৃত্যুর জন্য আমিই দায়ী, আমার জন্মই খারাপ। দাদা তুই আমাকে মাফ করে দিস, মাকে দেখে রাখিস’ সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে এসব কথা বলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন তিথি রানি বিশ্বাস (৩০) নামে এক গৃহবধূ। বালিয়াকান্দি-মধুখালীর সীমান্তবর্তী গাজনা ইউনিয়নের লাউজানা গ্রামে গতকাল দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। তিথি রানির বাড়ি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বাশতলা নটাপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের নিশিত রঞ্জন বিশ্বাসের মেয়ে এবং প্রভাষ রায়ের স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, লাউজানা গ্রামের রেলপথ ধরে এক নারী মোবাইল ফোনে কথা বলে হেঁটে যাচ্ছিলেন। তখন রাজবাড়ী থেকে আসা ভাটিয়াপাড়াগামী একটি লোকাল ট্রেনের নিচে ঝাঁপ দেন তিনি। রাজবাড়ী রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে তাদের জিম্মায় নেয়। জানা গেছে, তিথি রানির সঙ্গে তার স্বামীর ঝামেলা চলছিল। এর সূত্র ধরে তিনি আত্মহত্যা করতে পারেন বলে জানান স্থানীয়রা। রাজবাড়ী রেল পুলিশের এসআই বিধান চন্দ্র মল্লিক জানান, লাশ উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। লাশের কাছে একটি মোবাইল ফোন পাওয়া গেছে। যেটি নিহত গৃহবধূ ব্যবহার করতেন। তিনি বলেন, ফেসবুক লাইভে এসে তার মৃত্যুর কথা জানান।

সর্বশেষ খবর