শুক্রবার, ৯ জুন, ২০২৩ ০০:০০ টা

ছয় পুলিশ সদস্য ক্লোজড

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় পৃথক ঘটনায় দুই থানার ছয়জন পুলিশ সদস্যকে ক্লোজ করে পুলিশ লাইনসে যুক্ত করা হয়েছে। মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়া ও দায়িত্ব অবহেলার অভিযোগে গাবতলী মডেল থানার তিনজন এবং ধুনট থানা থেকে এক আসামির পালিয়ে যাওয়ার ঘটনায় তিনজনকে ক্লোজ করা হয়।

জানা যায়, গাবতলী উপজেলার মড়িয়া হিন্দুপাড়ার রাজকুমার চন্দ্রের ছেলে মাদক ব্যবসায়ী খোকনকে ৫ জুন গ্রেফতার করে মডেল থানার এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে তিনজন পুলিশ সদস্য। এ সময় খোকনের পরিবারের সদস্যসহ এলাকার লোকজন পুলিশকে মারধর ও খোকনকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যেতে সহায়তা করে। ঘটনার ৬ ঘণ্টা পর পুলিশ খোকনকে আবার গ্রেফতার করে। ওই অভিযানে অংশগ্রহণকারী তিন পুলিশ সদস্যকে দায়িত্বে অবহেলার কারণে ক্লোজ করা হয়। আর ধুনট থানা থেকে এক আসামির পালিয়ে যাওয়ার ঘটনায় ক্লোজ করা হয়েছে পুলিশ কর্মকর্তাসহ দুজনকে। বুধবার রাতে ধুনট থানার ওসি রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। ধুনট থানার ওসি রবিউল ইসলাম বলেন, দায়িত্ব অবহেলার অভিযোগে একজন এসআই এবং দুজন পুলিশ কনস্টেবলকে ক্লোজ করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর