শনিবার, ১০ জুন, ২০২৩ ০০:০০ টা

পার্কে অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে বিক্ষোভ মানববন্ধন

পাবনা প্রতিনিধি

পার্কে অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে বিক্ষোভ মানববন্ধন

ঈশ্বরদী উপজেলার ভবানীপুর গ্রামে পার্ক ব্যবসার আড়ালে অশ্লীল ও অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে বিক্ষোভ, মানববন্ধন করেছে এলাকাবাসী। পাবনা-ঈশ্বরদী মহাসড়কের পাশে গতকাল এ কর্মসূচিতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেয়। ঝাড়ু, জুতা প্রদর্শন করে অবৈধ ও অনৈতিক কাজের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেয় তারা। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় ব্যবসায়ী আফজাল হোসেন রতন দুই বছর আগে ভবানীপুর গ্রামে জেঅ্যান্ডজে নামে একটি বিনোদন পার্ক স্থাপন করেন। কিছুদিন পর সেখানে মাদক ও নারী নিয়ে এসে অনৈতিক ব্যবসা শুরু করেন তিনি। সম্প্রতি দিনে-রাতে পার্কে চলা অসামাজিক কাজে অতিষ্ঠ সাধারণ মানুষ। এতে নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ। বিপথগামী হচ্ছে যুবসমাজ। এসব কর্মকাণ্ড বন্ধে রতনকে বারবার অনুরোধ জানালেও তিনি শুনছেন না। এ অবস্থায় তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত ব্যবসায়ী আফজাল হোসেন রতনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ খবর