রবিবার, ১১ জুন, ২০২৩ ০০:০০ টা

সড়কে সাত জেলায় ১০ প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

সড়কে সাত জেলায় ১০ প্রাণহানি

দেশের বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১০ জন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-

খাগড়াছড়ি : মানিকছড়ির গাড়িটানা এলাকায় গতকাল কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তারা হলেন সিএনজিচালক আজগর আলী ও যাত্রী আবদুল মোতালেব।

পঞ্চগড় : পঞ্চগড় সদর উপজেলার নয়মাইল এলাকায় মহাসড়কের ওপর থেকে শুক্রবার রাতে দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। পাশে একটি মোটরসাইকেল পড়ে ছিল। পুলিশের ধারণা, কোনো ভারী যানবাহনের চাপায় তাদের মৃত্যু হয়েছে।

ফরিদপুর : সকালে সদরপুর উপজেলার কাটাখালী বাজার এলাকায় একটি করিমন গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে গিয়ে নিহত হয়েছেন চালক হানিফ মাতুব্বর। এদিকে শুক্রবার রাতে সদরপুর উপজেলার চন্দ্রপাড়া বাজারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে নিহত হয়েছেন চালক জহিরুল ব্যাপারী।

রাজশাহী : ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে সুকুমার মণ্ডল (৫৫) নামে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।

বগুড়া : সকালে নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট এলাকায় অটোরিকশা ও পিকআপের সংঘর্ষে নিহত হয়েছেন এক অটোচালক।

দিনাজপুর : ফুলবাড়ীর পুটকিয়ায় গতকাল সকালে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন অটোরিকশা চালক হামিন রহমান (৪০)।

নওগাঁ : আত্রাইয়ে ভ্যানগাড়িকে সাইড দিতে ভটভটি উল্টে মাহাবুব (১৮) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।

সর্বশেষ খবর