রবিবার, ১১ জুন, ২০২৩ ০০:০০ টা

মেঘনা-হোমনা সংসদীয় আসন হওয়ায় উৎসবের আমেজ

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

নির্বাচন কমিশনের এক গেজেট বিজ্ঞপ্তিতে ১ জুন মেঘনা-হোমনা উপজেলা নিয়ে কুমিল্লা-২ সংসদীয় আসন ঘোষণা করা হয়েছে। মেঘনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেঘনা উপজেলার প্রতিষ্ঠাতা শফিকুল আলমের প্রচেষ্টায় এ সংসদীয় আসন পুনরায় ফিরিয়ে পাওয়ায় তাকে গতকাল দুপুরে নাগরিক গণসংবর্ধনা দেওয়া হয়। মেঘনা-হোমনা সংসদীয় আসন হওয়ায় মেঘনা উপজেলাজুড়ে কয়েক দিন ধরে উৎসবের আমেজ বিরাজ করছে। গণসংবর্ধনা অনুষ্ঠানে মেঘনা উপজেলার আটটি ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সহযোগী নেতা-কর্মী ছাড়াও ইউপি চেয়ারম্যানদের উদ্যোগে পৃথক পৃথক মিছিল নিয়ে দলের নেতা-কর্মীরা আনন্দ শুভাযাত্রা ও গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হন। আনন্দ শুভাযাত্রাটি উপজেলায় পৃথকভাবে ভাটেরচর থেকে উপজেলা চত্বরের অন্যদিকে আলীপুর থেকে উপজেলা চত্বরে এবং রামপুর বাজার থেকে মেঘনা উপজেলা চত্বরে এসে শেষ হয়। মেঘনা উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ মিয়া রতন শিকদারের সভাপতিত্বে মেঘনা উপজেলা চত্বরে গতকাল বিকালে শফিকুল আলমকে নাগরিক গণসংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিন শিশির, বীর মুক্তিযোদ্ধা আবদুল গাফফার, আবদল্লাহ আল বাকী শামীম প্রমুখ।

এ ছাড়া অনুষ্ঠানে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সূত্রে জানায়, ১৯৫৪ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত মেঘনার সংসদীয় আসন ছিল হোমনার সঙ্গে, ২০০৮ সালে অনির্বাচিত সরকার মেঘনা-হোমনা সংসদীয় আসন বাতিল করে দাউদকান্দি-মেঘনা নিয়ে কুমিল্লা-২ আসন এবং হোমনা-তিতাস নিয়ে কুমিল্লা-১ আসন করা হয়। এ সীমানা নিয়ে বিগত দিনে তিনটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সর্বশেষ খবর