রবিবার, ১১ জুন, ২০২৩ ০০:০০ টা

সরকারি খাল উদ্ধারে মাঠে প্রশাসন

কলাপাড়া প্রতিনিধি

কলাপাড়ায় খাল দখল করে মাছ চাষ করছেন প্রভাবশালীরা। কেউ যাতায়াতের জন্য নির্মাণ করেছেন রাস্তা। ফলে ক্রমশ খাল মরে যাচ্ছে। ভোগান্তিতে পড়ছেন কৃষকসহ স্থানীয়রা। এ অবস্থায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসেন সরকারি খাল উদ্ধারে মাঠে নেমেছেন। গত শুক্রবার বিকালে নিলগঞ্জ ইউনিয়নের এলেমপুর গ্রামে সরেজমিন পরিদর্শন করে খালের চারটি বাঁধ অপসারণ করার নির্দেশ দেন তিনি। এ সময় ২ হাজার মিটার চায়না ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলেন। এর আগে নীলগঞ্জ ইউনিয়নের আদর্শ কৃষক সমিতির উদ্যোগে খাল উন্মুক্ত করার দবিতে মানববন্ধন করা হয়। এতে খালপাড়ের বাসিন্দারা অংশ নেন। ইউএনও জাহাঙ্গীর হোসেন বলেন, সরকারি খালের চারটি বাঁধই উন্মুক্ত করে দেওয়া হবে। এ ছাড়া ২ হাজার মিটার জব্দ জাল পুড়িয়ে ফেলা হয়েছে। পরবর্তীতে এ খাল ইজারা না দিয়ে সর্বসাধারণের ব্যবহারের জন্য উন্মক্ত রাখা হবে বলেও তিনি কৃষকসহ স্থানীয়দের আশ্বস্ত করেন।

সর্বশেষ খবর