রবিবার, ১১ জুন, ২০২৩ ০০:০০ টা

ঝুপড়ি ঘরে তিন রাত উদ্ধার করলেন ইউএনও

লালমনিরহাট প্রতিনিধি

ঝুপড়ি ঘরে তিন রাত উদ্ধার করলেন ইউএনও

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় রাস্তা বন্ধ করে দেওয়ায় একটি পরিবারের তিন রাত কাটে প্লাস্টিকের ঝুপড়ি ঘরে। পরিবারটি ঝড়-বৃষ্টির মধ্যে মানবেতর জীবনযাপন করছে- সামাজিক যোগাযোগমাধ্যমে এমন খবর ভাইরাল হলে ঘটনাস্থলে আসেন কালীগঞ্জের ইউএনও জহির ইমাম। ইউএনও এবং মদাতি ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম গতকাল ঘটনাস্থলে এসে ওই পরিবারটি উদ্ধার করেন। স্থানীয়দের উপস্থিতিতে রাস্তায় নির্মাণ করা প্রতিপক্ষের ঘর ও সুপারি গাছ তুলে ফেলে পরিবারটির বাড়ি যাওয়ার রাস্তা অবমুক্ত করেন। ভুক্তভোগী হাসান আলী কালিগঞ্জের মদাতি ইউনিয়নের কিশামত মদাতি গ্রামের মোনা শেখের ছেলে। জানা যায়, মদাতি ইউনিয়নের কিসামত মদাতি গ্রামের ভ্যানচালক হাসান আলী প্রায় ৩০ বছর আগে চার শতক জমি কিনে বসতি নির্মাণ করে বসবাস করছেন। একই গ্রামের সহিদার, আবদুল কুদ্দুস, বুলবুল ও আমিনুর পূর্বশত্রুতার জেরে গত বুধবার হাসান আলীর বাড়ির রাস্তায় ঘর তুলে চলাচল বন্ধ করে দেন। তখন একটি মামলায় হাজিরা দিতে সপরিবারে আদালত গিয়েছিলেন হাসান আলী। ফিরে এসে বাড়িতে প্রবেশ করতে না পারে রাস্তার ধারে প্লাস্টিকে মোড়ানো ঝুপড়ি ঘরে স্ত্রী-সন্তান নিয়ে তিন দিন অবস্থান করেন। স্থানীয় চেয়ারম্যানের কাছে এবং কালীগঞ্জ থানায় অভিযোগ দিয়েও প্রতিকার পায়নি পরিবারটি। কালিগঞ্জের ইউএনও জহির ইমাম জানান, মদাতি ইউপি চেয়ারম্যানের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে এসে কয়েকটি পরিবারের চলার রাস্তা অবমুক্ত করে দেওয়া হয়েছে। তিনি বলেন, পারিবারিক ঘটনার জেরে রাস্তা বন্ধ করে দেয় এক পক্ষ। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। এখন রাস্তা অবমুক্ত রয়েছে।

সর্বশেষ খবর