রবিবার, ১১ জুন, ২০২৩ ০০:০০ টা

ধানের দাম নিয়ে শঙ্কায় কৃষক

নওগাঁ প্রতিনিধি

উত্তরের ধান-চাল উৎপাদনের জেলা নওগাঁ। এবার ফলনও হয়েছে ভালো কিন্তু মিলছে না আশানুরূপ দাম। এসব কারণে শঙ্কিত। কৃষকরা বলছেন, এমন দাম পেয়ে তারা হতাশ। এই মৌসুমে ধান চাষে খরচ হয়েছে বেশি, আবার ধান কাটতে শ্রমিকদের দিতে হচ্ছে বাড়তি টাকা। ফলে গত বছরের তুলনায় এ বছর ধানের দাম বেশি চান তারা। চলতি বছর ধানের এমন বাজার দরে কৃষকের মুখে মলিনতার ছাপ উঠে এসেছে। দুই বছরে দফায় দফায় সার, ডিজেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে ধান উৎপাদন খরচ বেড়ে যাওয়া এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে প্রান্তিক পর্যায়ের চাষিদের। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন যারা অন্যের জমি বর্গা নিয়ে চাষাবাদ করেন। টানা সাড়ে তিন মাস হাড়ভাঙা খাটুনি শেষে প্রতি বিঘায় জমির মালিককে বুঝে দিতে হচ্ছে উৎপাদিত ফসলের অর্ধেক। যা বর্তমান ধানের বাজার দর অনুযায়ী বর্গাচাষিদের পুরোটাই লোকসান।

সর্বশেষ খবর