রবিবার, ১১ জুন, ২০২৩ ০০:০০ টা

হঠাৎ ছিনতাই খুন বেড়েছে টঙ্গীতে

টঙ্গী প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে হঠাৎ চুরি, ছিনতাই ও খুন বেড়েছে। টঙ্গীর বিভিন্ন এলাকায় একের পর এক এসব ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় থানা পুলিশের নিষ্কীয় ভূমিকায় অপরাধীরা সক্রিয় হয়ে উঠেছে। তবে পুলিশ বলছে, অপরাধ দমনে পুলিশ তৎপর রয়েছে। সরেজমিন জানা যায়, গাজীপুরের টঙ্গীতে হঠাৎ চুরি, ছিনতাই ও খুন বেড়েছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মাদক ব্যবসা। নগরীর বিভিন্ন এলাকায় একের পর এক এসব ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। বর্তমানে আইনশৃঙ্খলার চরম অবনতি দেখা দিয়েছে। গত সোমবার টঙ্গীর এরশাদ নগর এলাকার বাসিন্দা পাঠাওচালক রিফাতকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এরপর শুক্রবার রাতে মোশারফ করিম নামে এক যুবককে গলা কেটে হত্যা করে পাগাড় খ্রিস্টান হাউজিং সংলগ্ন এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। টঙ্গীর কলেজরোড, সফিউদ্দিনরোড এলাকায় ছিনতাইরোধে স্থানীয় কাউন্সিলর বিল্লাল মোল্লার নেতৃত্বে এক দল যুবক রাতভর পাহাড়া দেন। এ বিষয়ে এলাকাবাসী বলছেন, থানা পুলিশ ঠিকমতো কাজ করছে না।

অপরাধীরা পুলিশের সঙ্গে সখ্যতা গড়ে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। এ ব্যাপারে পুলিশের ডিসি (অপরাধ দক্ষিণ) মো. মাহবুবু-উজ-জামান বলেন, এরশাদ নগর রিফাত হত্যাকান্ডের ঘটনায় মূল আসামি সোহাগকে ২৪ ঘণ্টার মাথায় গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তবে পুলিশের জনবল কমা থাকায় আমাদের কাজ করতে একটু বেগ পেতে হচ্ছে। তারপরও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। টঙ্গীর জনবহুল এলাকায় ৯ হাজার মানুষের জন্য মাত্র একজন পুলিশ। পুলিশের সংখ্যা অনেক কম। এত কম পুলিশ দিয়ে কাজ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।

সর্বশেষ খবর