সোমবার, ১২ জুন, ২০২৩ ০০:০০ টা

দুদক কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজি

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজির সময় ছয় প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার ডহর শংকর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গতকাল তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রতারণার শিকার মিজানুর রহমান রাজাপুর থানায় একটি মামলা করেন। গ্রেফতাররা হলেন- বাগেরহাটের শহীদুল ইসলাম হাওলাদার (৫৯), ঝালকাঠির এনায়েত হাওলাদার (৪২), লক্ষ্মীপুরের কামাল উদ্দিন (৪৫), ভোলার আমান উল্লাহ (৩৯) ও শামিম হাওলাদার, (১৮) এবং নোয়াখালীর সৈয়দ মো. নিজাম উদ্দিন (৪২)। মামলা সূত্রে জানা যায়, শনিবার রাতে একটি মাইক্রেবাসে রাজাপুর উপজেলা ডহর শংকর এলাকায় আলমগীর ওরফে সিংঙ্গা আলমগীরের বাড়িতে এসে রাতে খাবার খান ওই ছয় প্রতারক। পরে তারা দুদক এবং মানবাধিকার সংস্থার কর্মকর্তা পরিচয় দিয়ে এলাকার কয়েকজনকে ভয়-ভীতি দেখিয়ে চাঁদা দাবি করে। এলাকাবাসীর সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে অভিযান চালিয়ে ছয় প্রতারককে গ্রেফতার করে।

রাজাপুর থানার এসআই সঞ্জীব কুমার বলেন, গ্রেফতারদের গতকাল ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। আদালতের বিচারক ইমরানুর রহমান তাদের জেলহাজতে পাঠিয়েছেন।

সর্বশেষ খবর