সোমবার, ১২ জুন, ২০২৩ ০০:০০ টা

সরকারি পাঁচ অফিসে জলাবদ্ধতা

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সরকারি পাঁচ অফিসে জলাবদ্ধতা

সখীপুরে সামান্য বৃষ্টিতে উপজেলার সরকারি পাঁচ অফিসের সামনে জলাবদ্ধতা সৃষ্টি হয়। গতকাল সকালে গিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তার অফিস, সহকারী সেটেলমেন্ট কর্মকর্তার অফিস, পল্লী দারিদ্র্যবিমোচন ফাউন্ডেশন, যুব উন্নয়ন ও পাট উন্নয়ন কর্মকর্তার অফিসের সামনে এ জলাবদ্ধতা দেখা যায়। ১০ দিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সেবা গ্রহীতা ও বিভিন্ন কর্মচারী কর্মকর্তারা। বৃষ্টি না হলেও আরও ১০ দিন এ দুর্ভোগ থাকবে বলে জানায় অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। এ ছাড়া তিন দিন ধরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার অফিসে জলাবদ্ধতা সৃষ্টি এবং দুর্ভোগের কথা জানায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সামিউল বাছির। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম বলেন, ওই পাঁচটি অফিসের সামনে যে পানি সেগুলো জমে আছে তা সখীপুর পৌরসভার ড্রেন দিয়েই যায় মূলত পৌরসভার ড্রেনের কাজ চলছে। এ ছাড়া বিকল্প সড়কের ব্যবস্থা আছে এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা হয়ে যাবে।

সর্বশেষ খবর