সোমবার, ১২ জুন, ২০২৩ ০০:০০ টা

কুকুরের ধাওয়ায় প্রাণ গেল হরিণের!

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বনের হিংস্র কুকুরের কামড় খেয়ে পাশের পুকুরে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না মায়াবী হরিণের। পুকুরেই মিলল মৃত্যু হরিণটি। বরগুনার পাথরঘাটা পর্যটন কেন্দ্র হরিণঘাটা বনে কুকুরের কামড়ে মৃত্যু হয় হরিণের। গতকাল দুপুর ১টার দিকে বনবিভাগের হরিণখাটা বিটের কর্মীরা পুকুর থেকে মৃত অবস্থায় হরিণটি উদ্ধার করে। প্রত্যক্ষদর্শী মো. ইব্রাহিম ও ইউসুফ চৌকিদার বলেন, কুকুরের কামড় খেয়ে হরিণের দৌড় দেখে কাছে যাই আমরা। মুহূর্তের মধ্যে হরিণটি পুকুরে কচুরিপানার মধ্যে পড়ে যায়। বনবিভাগের হরিণঘাটা বিট কর্মকর্তা মো. আল-আমিন বলেন, হরিণঘাটা বনে হিংস্র কুকুরের কামড় খেয়ে দৌড়ে পাশেই একটি পুকুরে পড়ে হরিণটি। কিন্তু শেষ রক্ষা হয়নি। সেখানে তার মৃত্যু হয়।

 পুকুর থেকে হরিণটি মৃত্যু অবস্থায় উদ্ধার করে পাথরঘাটা বনবিভাগে আনা হয়েছে। উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী হরিণের চামড়, শিং ও পা সংরক্ষণ করে মাংস মাটিতে পুতে ফেলার প্রক্রিয়া চলছে। এর আগেও চলতি বছরের ২০ মার্চ দুটি, ১২ এপ্রিল একটি ও ৩০ এপ্রিল একটি মৃত্যু হরিণ উদ্ধার করে বনবিভাগ।

সর্বশেষ খবর