সোমবার, ১২ জুন, ২০২৩ ০০:০০ টা

দাবদাহ প্রশমনে পুলিশের বিশুদ্ধ পানি সরবরাহ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

তীব্র দাবদাহ প্রশমনে বগুড়ায় সাধারণ জনগণের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহ শুরু করেছে জেলা পুলিশ। গতকাল বগুড়া শহরের সাতমাথা এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। এ সময় তিনি বলেন, চলমান তীব্র দাবদাহে কর্মজীবী মানুষরা তৃষ্ণার্ত হয়ে পড়েন। পথচারী মানুষদের তৃষ্ণা মেটাতে পুলিশের পক্ষ থেকে এ আয়োজন করা হয়েছে। তারা নির্বিঘ্নে বিশিুদ্ধ পানি পান করবেন। পাশাপাশি পুলিশ সদস্যরা প্রচ- রোদে হাইওয়ে সড়কসহ শহরের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করে থাকেন। তারাও এ বিশুদ্ধ পানি পান করবেন। এ জন্য জেলা পুলিশ প্রতিদিন এই বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করে থাকে।  দাবদাহ চলাকালীন প্রতিদিন জেলা পুলিশ শহরের সাতমাথা থেকে বিশুদ্ধ পানি মানুষের মাঝে সরবরাহ করে যাবে।

 এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার ¯িœগ্ধ আকতার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সরাফত ইসলাম, সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী প্রমুখ। এ ছাড়া জেলা পুলিশ শহরের দত্তবাড়ী, চারমাথায় বিশুদ্ধ পানি সরবরাহ করবে।

সর্বশেষ খবর