মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩ ০০:০০ টা

সাশ্রয়ী মূল্যে বসুন্ধরার পণ্য কিনতে ভিড়

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

সাশ্রয়ী মূল্যে বসুন্ধরার পণ্য কিনতে ভিড়

বগুড়ায় সাশ্রয়ী মূল্যে বসুন্ধরা গ্রুপের নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে ভিড় করছেন ক্রেতারা। ‘বসুন্ধরার পণ্য ভোক্তার জন্য’ এই স্লোগানে সয়াবিন তেল, আটা, ময়দাসহ ২১টি পণ্য ট্রাকে করে বিক্রি হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যখন খেটে খাওয়া মানুষ দিশাহারা তখন দেশের বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের এমন উদ্যোগে জনমনে স্বস্তি এনে দিয়েছে। খোলা বাজারে বিক্রি করা প্রতিটি পণ্য মূল্যের চেয়ে ১০-১৫ টাকা কমে বিক্রি করছে বসুন্ধরা। গ্রুপের পণ্য গুণে-মানে অনন্য। যে কারণে ক্রেতাদের পছন্দের শীর্ষে রয়েছে। প্রতিদিন সকাল থেকে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় জিলা স্কুলের সামনে এ পণ্য বিক্রয় হচ্ছে। শুরু থেকেই পণ্য কিনতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভিড় দেখা গেছে। এখানে সাশ্রয়ী মূল্যে যে ২১টি পণ্য পাওয়া যাচ্ছে সেগুলো হলো- মহারাজ পাম তেল, সয়াবিন তেল, আটা, ময়দা, সুজি, চা-পাতা, কাবাব মসলা, চটপটি মসলা, হালিম মিক্স, বিরিয়ানি মসলা, মাছের মসলা, গরুর মসলা, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা ও পাঁচফোড়ন। পণ্য কিনতে আসা আমিনুল ইসলাম জানান, খোলা বাজারের চেয়ে বসুন্ধরা গ্রুপের প্রতিটি পণ্যে ১০-১৫ টাকা কমে বিক্রি হচ্ছে। খোলা বাজারে দুই লিটার সয়াবিত তেল বিক্রি হচ্ছে ৩৯৮ থেকে ৪০০ টাকা। বসুন্ধরা গ্রুপ সাশ্রয়ী মূল্যে দুই লিটার সয়াবিন বিক্রি করছে ৩৭৮ টাকায়। রিকশাচালক ফজলু মিয়া জানান, বাজারে জিনিসপত্রের দাম যখন বেশি তখন বসুন্ধরা পণ্য কম দামে বিক্রি করে গরিব মানুষের পাশে দাঁড়িয়েছে। পণ্য বিক্রির দায়িত্বে থাকা কর্মকর্তারা জানান, প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত বেচাকেনা চলবে।

সর্বশেষ খবর