মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩ ০০:০০ টা

১০ বছর ভেঙে পড়ে আছে সেতু

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

১০ বছর ভেঙে পড়ে আছে সেতু

কুমিল্লার মেঘনা উপজেলার স্থানীয় মির্জানগর গ্রামের খালের ওপর নির্মিত সেতুটি প্রায় ১০ বছর ধরে ভেঙে পড়ে আছে। এক দশকেও এটি সংস্কার বা নতুন সেতু নির্মাণ না হওয়ায় দুই ইউনিয়নের ২০ গ্রামের মানুষ চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন। এলাকাবাসী জানান, পাকা সেতুটি ১০ বছর আগে ভেঙে খালে পড়ে যায়। এরপর থেকে এ খাল দিয়ে নৌযান চলাচলেও বিঘ্ন ঘটছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মাইনুদ্দিন মুন্সী তপন বলেন, সেতুটি খালের ওপর দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে আছে। বিষয়টি সংশ্লিষ্ট উপজেলা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করি কিছুদিনের মধ্যে সমস্যা সমাধান হয়ে যাবে। এলাকাবাসী জানান, সেতুটি ভেঙে পড়ায় যাতায়াতে চরম ভোগান্তি হচ্ছে। এ অঞ্চলের মানুষের জন্য সেতুটি এখন ‘মরণফাঁদ’ হয়ে দাঁড়িয়েছে। আমরা ওই স্থানে একটি বাঁশের সাঁকো নির্মাণ করেছি। জানা যায়, কদমতলী-মির্জানগর এই সড়ক দিয়ে ২০ গ্রামের মানুষ প্রতিদিন খিরারচক ও সেননগর বাজারে যাতায়াত করেন। এ ছাড়া ছেলে-মেয়েরা ঝুঁকি নিয়ে ভাঙা সেতুর ওপর দিয়ে যাতায়াত করছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে। মেঘনা উপজেলা প্রকৌশলী বলেছেন, আমি এখানে যোগদানের আগেই সেতুটি ভেঙে পড়েছিল। ঘটনাস্থান পরিদর্শন করেছি। ওই স্থানে নতুন সেতু নির্মাণের জন্য টেন্ডার আহ্বান প্রক্রিয়াধীন রয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর