মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩ ০০:০০ টা

উপহারের নৌ অ্যাম্বুলেন্স দুটি এখন পরিত্যক্ত

দুর্ভোগ পোহাচ্ছে চরাঞ্চলের মানুষ

আবদুস সামাদ সায়েম, সিরাজগঞ্জ

উপহারের নৌ অ্যাম্বুলেন্স দুটি এখন পরিত্যক্ত

সিরাজগঞ্জের কাজীপুরে নদীর ঘাটে অকেজো পড়ে আছে নৌ অ্যাম্বুলেন্স -বাংলাদেশ প্রতিদিন

সিরাজগঞ্জের কাজীপুরের চরাঞ্চলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর উপহারের নৌ অ্যাম্বুলেন্স দুটি ব্যবহারের অনুপযোগী হয়ে পরিত্যক্ত অবস্থায় নদীর ঘাটে পড়ে আছে। অভিযোগ রয়েছে, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে অ্যাম্বুলেন্স দুটি রক্ষণাবেক্ষণের অভাবে ময়লা-আবর্জনা জমে নষ্ট হয়ে গেছে। অ্যাম্বুলেন্স দুটি এখন চরাঞ্চলের মানুষের কোনো উপকারেই আসছে না। এগুলো ব্যবহারের সুযোগ কম বলে দায় এড়ানোর চেষ্টা করছে স্বাস্থ্য বিভাগ। উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, দুটি নৌ অ্যাম্বুলেন্সের মধ্যে প্রথমটি কত বছর আগে প্রধানমন্ত্রী উপহার হিসেবে দিয়েছিলেন তার সঠিক কোনো তথ্য নেই। তবে সাত বছর আগে দ্বিতীয় বার প্রধানমন্ত্রী আরেকটি নৌ অ্যাম্বুলেন্স চরাঞ্চলের মানুষের জন্য দিয়েছিলেন। এটি চালানোর জন্য আউটসোর্সিং থেকে একজন চালকও রয়েছেন। কখনো এটি রোগী আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হয়নি বলে চরাঞ্চলবাসী অভিযোগ করেন। অনেকে জানেনও না প্রধানমন্ত্রী তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দুটি নৌ অ্যাম্বুলেন্স উপহার দিয়েছেন। কাজীপুর সদর ইউনিয়নের খুদবান্ধি গ্রামের মাসুদ রানা বলেন, প্রধানমন্ত্রী চরাঞ্চলের মানুষের জরুরি স্বাস্থ্যসেবার জন্য নৌ অ্যাম্বুলেন্স উপহার দিয়েছেন। সেটি আমাদের জানা নেই। এমনকি অ্যাম্বলেন্স দুটি স্বাস্থ্যসেবার কাজে কখনো ব্যবহার করতেও দেখিনি। চরাঞ্চলের বাসিন্দা আবু স্বপন ও সাইদুর রহমান জানান, দুর্গম চরাঞ্চলের বসবাসরত মানুষের জন্য নৌ অ্যাম্বুলেন্স আবশ্যকীয়। সরকারের পক্ষ থেকে এমন সুবিধা দেওয়া হলে মানুষের খুব উপকার হতো। সাধারণত দেখা যায় কোনো রোগীকে চরাঞ্চল থেকে হাসপাতালে নেওয়া খুবই কষ্টকর। সরকারের পক্ষ থেকে একটি ভালোমানের নৌ অ্যাম্বুলেন্স থাকলে সঠিক সময়ে উন্নত স্বাস্থ্যসেবার পাশাপাশি অর্থ সাশ্রয় হতো। দুর্গম চরাঞ্চল তেকানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ জানান, শুনেছিলাম কয়েক বছর আগে নৌ অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে। কোনো কার্যক্রম আজ পর্যন্ত চোখে পড়েনি। বিষয়টি মাসিক সমন্বয় সভায় উপস্থাপন করা হবে। কাজীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোমেনা পারভিন পারুল জানান, দুটি নৌ অ্যাম্বুলেন্সের মধ্যে একটি একদম অকেজো হয়ে পড়েছে। আরেকটি গত বছরের শেষ দিকে সংস্কার করা হলেও তেমন জনপ্রিয়তা পায়নি। এ ছাড়া প্রয়োজনীয় তেল বা সমপরিমাণ অর্থ বরাদ্দ না থাকায় এটা চালানো হচ্ছে না। সিভিল সার্জন ডা. রামপদ রায় জানান, অ্যাম্বুলেন্স আছে কি না সে বিষয় আমার জানা নেই।

সর্বশেষ খবর