মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩ ০০:০০ টা

দলীয় নেতা-কর্মীকে মারধর ইউপি চেয়ারম্যান কারাগারে

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়ায় নিজ দলের নেতা-কর্মীদের মারধর মামলায় উপজেলা আওয়ামী লীগ সদস্য ও কলম ইউপি চেয়ারম্যান মইনুল হক চুনুসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রওশন আলম জামিন নামঞ্জুর করে গতকাল তাদের কারাগারে পাঠান। অন্য দুজন হলেন- চেয়ারম্যানের সমর্থক রমিজুল করিম ও মো. আলম। জানা যায়, গত ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন। একই পদে বিদ্রোহী প্রার্থী হিসেবে লড়ে নির্বাচিত হন মইনুল হক চুনু। এরপর থেকে উভয় পক্ষের কর্মী-সমর্থকের মধ্যে বিরোধ চলছিল। গত ২২ এপ্রিল সন্ধ্যার পরে নাছির উদ্দিনের সমর্থক ও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এমদাদুল হক বাবলু দলীয় কর্মীদের নিয়ে বাজারে বসে ছিলেন। এ সময় চেয়ারম্যান ও তার অনুসারীরা ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করেন। আওয়ামী লীগ নেতা এমদাদুল হক বাবলু, ব্যবসায়ী আসাদুজ্জামান ভুট্টু এবং কলেজশিক্ষক মো. কাজলকে কুপিয়ে জখম করা হয়। তাদের রক্ষা করতে এলে আরও তিনজন আহত হন।]

 

সর্বশেষ খবর