মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩ ০০:০০ টা

জমি অধিগ্রহণে সংকটে শতবর্ষী সরকারি বিদ্যালয়

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শতবর্ষী ‘চন্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়’ অস্তিত্ব সংকটে পড়েছে। ঢাকা-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীত করার জন্য পুরো স্কুলের জায়গাই অধিগ্রহণের আওতায় পড়ে ২০১৭ সালে। একদিকে সওজ বিভাগ থেকে জায়গা ছাড়ার তাগাদা অন্যদিকে পাঁচ বছরেও স্কুল স্থানান্তরের ব্যবস্থা না করায় উদ্বিগ্ন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। স্কুলটি এ এলাকায় থাকবে না অন্য স্কুলের সঙ্গে একীভূত করা হবে সে বিষয় নিয়ে রয়েছে অনিশ্চয়তা। জানা যায়, গোবিন্দগঞ্জ উপজেলার চন্ডিপুরে ১৯১৮ সালে প্রাথমিক বিদ্যালয়টি স্থাপন করা হয়। ঢাকা-রংপুর মহাসড়কের পাশেই এটির অবস্থান। যোগাযোগ সুবিধার জন্য আশপাশের গ্রাম থেকেও শিক্ষার্থীরা এখানে শিশু থেকে পঞ্চম শ্রেণিতে ভর্তি হতো। বর্তমানে বিদ্যালয়ে ২৩৪ জন শিক্ষার্থী আছে। শিক্ষক সংখ্যা সাতজন। আছে পাকা ভবন। প্রধান শিক্ষক ফারিজ জহুরুল আলম বলেন, স্কুলের সামনের জায়গা ইতোমধ্যে রাস্তা নির্মাণে চলে গেছে। স্কুলভবন ঘেঁষে রাস্তা যাওয়ায় ধুলাবালি ও যানবাহনের শব্দে পাঠদান দুরূহ হয়ে উঠেছে। সওজ বিভাগ বারবার ভবনের জায়গা ছেড়ে দিতে তাগাদা দিচ্ছে। বিদ্যালয়ের স্থায়ী কোনো জায়গা বরাদ্দ না হওয়ায় আমরা কোথাও যেতে পারছি না। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমজান আলী বলেন, বিদ্যালয়টি স্থানান্তরের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলা হয়েছে।

সর্বশেষ খবর