মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩ ০০:০০ টা

টাকার দাবিতে কবর খুঁড়ে লাশ তোলার চেষ্টা

জেলহাজতে এক নারী

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের তারাগঞ্জ উপজেলার জুম্মাপাড়া গ্রামের দিনমজুর আবদুল গফুর অসুস্থ থাকায় স্ত্রী শাহেদা বেগম (৫১) দিনমজুরি করে সংসার চালাতেন। তিনি সরকারের কর্মসৃজন প্রকল্পের শ্রমিক ছিলেন। শাহেদা গত ঈদের দুই দিন আগে স্ট্রোক করেন। ৭ জুন মারা গেলে খিয়ারজুম্মা কবরস্থানে তাকে দাফন করা হয়। গতকাল সকালে শাহেদার কাছে ১ লাখ ২০ হাজার টাকা পাবে এমন দাবি নিয়ে তার বাড়িতে যান একই গ্রামের জোনায়েদ হোসেনের স্ত্রী রাসেনা বেগম। শাহেদার ছেলে-মেয়েরা টাকা দিতে রাজি না হলে তার কবর খুঁড়তে যান রাসেনা ও তার স্বামী জোনায়েদ হোসেন। তাদের কবর খোঁড়া দেখে স্থানীয়রা চিৎকার দিলে স্বামী-স্ত্রী পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ দুুপুরে ঘটনাস্থলে যায় এবং রাসেনাকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মৃতের স্বামী আবদুল গফুর বাদী হয়ে মামলা করলে পুলিশ বিকালে ওই নারীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। শাহেদার মেয়ে সাবিনা অভিযোগ করেন, রাসেনা তার মায়ের কাছে টাকা পাবে এমন দাবি নিয়ে সকালে আসেন। কখনো ৩০ হাজার, কখনো ১ লাখ ২০ হাজার টাকা পান বলে দাবি করেন। আমাদের থাকার জায়গা ছাড়া সহায় সম্বল নেই। রাসেনা যে টাকা দাবি করছে তা দেওয়ার সামর্থ্য আমাদের নেই। তারাগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, লোকমাধ্যমে ঘটনা জানার পর সরেজমিনে গিয়ে কবরের মাটি সরানো দেখেছি। এ বিষয়ে মামলা হলে রাসেনাকে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

সর্বশেষ খবর