মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩ ০০:০০ টা

পণ্যবাহী ট্রাকে নেশাজাতীয় ট্যাবলেট

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের হিলিতে পণ্যবাহী একটি ট্রাকের কেবিন থেকে ১ হাজার পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডলসহ মিলন মিয়া (৩০) ও অন্তর মোল্লা (২০) নামের দুজনকে আটক করেছে পুলিশ। গত রবিবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে হিলি স্থলবন্দরের ৪ নম্বর গেটের উত্তর পার্শ্বে হিলি ঘোড়াঘাট সড়ক থেকে তাদের আটক করে পুলিশ। আটক মিলন মিয়া হিলির চন্ডীপুর এলাকার কামাল হোসেনের ছেলে। তার স্থায়ী বাড়ি বিরামপুর উপজেলার দাউদপুর এলাকার। অন্তর মোল্লা হিলির ধরন্দা এলাকার ওমেদ শেখের ছেলে। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সায়েম মিয়া বলেন, ট্রাকে করে মাদক বহন করে নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদ পায় পুলিশ। সেই সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল রবিবার দিবাগত রাতে হিলি স্থলবন্দরের সামনের সড়কে অভিযান চালায়।এ সময় সেখানে থাকা একটি পুরাতন পণ্যবাহী ট্রাকের চালকের পিছনের কেবিন বক্স হতে বিশেষ কায়দায় রাখা ১ হাজার পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাকে থাকা মিলন ও অন্তর মোল্লা নামের দুজনকে আটক করা হয়েছে। সেই সঙ্গে ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক আসামিদের গতকাল সকালে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

 

সর্বশেষ খবর