মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩ ০০:০০ টা

বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী নিয়োগে অনিয়ম

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার দিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগকারী মানিক মিয়া জানান, এ বছর ২১ জানুয়ারি পত্রিকায় বিজ্ঞাপন দেখে নিরাপত্তাকর্মী নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করি। সেই পরীক্ষায় পাঁচজন অংশগ্রহণ করেন। আমি লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করি। বাছাই কমিটির সবাই ফলশিটে স্বাক্ষর করেন এবং ওই দিনই প্রধান শিক্ষক সবার উপস্থিতিতে ফল ঘোষণা করেন। কিন্তু দীর্ঘদিন গত হয়ে গেলেও আমাকে নিয়োগপত্র না দিয়ে টালবাহানা করতে থাকে কর্তৃপক্ষ। তিনি আরও বলেন, পছন্দের প্রার্থীকে চাকরি দিতে না পাড়ায় এক প্রভাবশালী নেতার কারণে আমাকে অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।

আমি এর প্রতিকার চেয়ে ৮ জুন  মানিকগঞ্জ জেলা প্রশাসক, হরিরামপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসারসহ বিভিন্ন দফতরে অভিযোগ করেছি। অভিযোগপত্রে তিনি আরও উল্লেখ করেন নিয়োগ কমিটির প্রভাবশালী নেতার সঙ্গে এক চাকরি প্রার্থী টাকার বিনিময়ে চাকরি নিশ্চিত করেন। নামপ্রকাশে অনিচ্ছুক এক চাকরি প্রার্থী জানান, চাকরি দেওয়ার ব্যাপারে একজনের সঙ্গে লেনদেন হয়েছে। দিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক গোপাল চন্দ্র বিশ^াস বলেন, বিধি মোতাবেক নিরাপত্তাকর্মী নিয়োগের সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। পাঁচ পরীক্ষার্থীর মধ্যে মো. মানিক মিয়া লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। ফলশিটে বাছাই কমিটির সবার স্বাক্ষর রয়েছে। পরবর্তীতে বিদ্যালয় পরিচালনা কমিটি নিয়োগ বাতিল করেন। কারণ হিসেবে প্রধান শিক্ষক বলেন, আর্থিক সংকটের জন্য এই নিয়োগ বাতিল করা হয়েছে। বিদ্যালয়ের সভাপতি ও হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু বলেন, বিধি মোতাবেক না হওয়ায় নিয়োগ বাতিল করা হয়েছে। এ বিষয়ে কোনো ধরনের টাকা-পয়সা লেনদেন হয়নি।

সর্বশেষ খবর