শিরোনাম
বুধবার, ১৪ জুন, ২০২৩ ০০:০০ টা

১০০০ অসহায়কে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দিল বসুন্ধরা

নওগাঁ প্রতিনিধি

১০০০ অসহায়কে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দিল বসুন্ধরা

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের সহায়তায় নওগাঁর আত্রাইয়ে গতকাল দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পিং হয়েছে। বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এবং সেভেন স্টার শপিং মল ও ভিশন কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এ ক্যাম্প আয়োজন করা হয়। উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত এই ক্যাম্পে ১ হাজার রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়। উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের রোভার গ্রুপের সদস্যরা ক্যাম্পে স্বেচ্ছাশ্রম দেন। আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমানের সভাপতিত্বে ইউএনও ইকতেখারুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, ভাইস চেয়ারম্যান হাফিজুল শেখ, সেভেন স্টার আই কেয়ার সেন্টারের পরিচালক শামীমুল ইসলাম, সেভেন স্টার শপিং মলের জেনারেল ম্যানেজার মোফাজ্জল হোসেন উজ্জ্বল উপস্থিত ছিলেন। বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের কনসালটেন্ট মজুমদার গোলাম রাব্বী ও রিপন আলী বলেন, তাদের হসপিটালের পরিচালক ডাক্তার সালেহ আহমেদের নেতৃত্বে সারা দেশে এই ক্যাম্প চলছে। এখানে বিনামূল্যে চোখের ছানি পড়া, মাংস বৃদ্ধি এবং নেত্রনালি অপারেশনের জন্য রোগী বাছাই করা হয়। পরবর্তীতে তাদের ঢাকায় নিয়ে বিনামূল্যে অপারেশন করা হবে। সেভেন স্টার শপিং মলের জেনারেল ম্যানেজার বলেন, স্বাস্থ্যসেবার উন্নয়নে এগিয়ে আসার প্রত্যয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর