বুধবার, ১৪ জুন, ২০২৩ ০০:০০ টা

বিধবাকে মৃত দেখিয়ে ভাতার কার্ড বিক্রি!

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বিধবাকে মৃত দেখিয়ে ভাতার কার্ড বিক্রি!

বগুড়ার ধুনট উপজেলায় জীবিত বিধবাকে মৃত দেখিয়ে সরকারি ভাতার কার্ড বিক্রির অভিযোগ উঠেছে। এক বছর ধরে সরকারি ভাতা না পেয়ে খোঁজ নিয়ে দেখেন কার্ডধারীকে মৃত দেখিয়ে তার কার্ডটি অন্যের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। এ জন্য দায়ী করা হয়েছে ধুনট উপজেলার মথুরাপুর ইউপি চেয়ারম্যান হাসান আহম্মেদ জেমসকে। চেয়ারম্যান বাংলাদেশ প্রতিদিনকে জানান, তার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে। জানা যায়, মথুরাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মথুরাপুর গ্রামের শুকুর আলীর মেয়ে আয়শা খাতুনের (৮১) স্বামী আবু কক্কর ২০১৬ সালে মারা যান। আয়শার চার ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়ের বিয়ে দিয়েছেন। ছেলেদের কেউ রিকশা চালিয়ে এবং কেউ শ্রমিকের কাজ করে সংসার চালান। অভাবের সংসার চালাতে না পেরে লোকজনের পরামর্শে তিনি একটি ভাতার কার্ড করেন। কার্ডের বিপরীতে নিয়মিত ভাতা পেয়ে আসছিলেন। কিন্তু এক বছর কোনো টাকা পাননি। এরপর ইউনিয়ন পরিষদে খোঁজ নিতে যান। সেখানে গিয়ে জানতে পারেন, ইউপি চেয়ারম্যান হাসান আহম্মেদ জেমস মল্লিক তার মৃত্যু সনদ দিয়েছেন। ধুনট উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল্লাহ আল কাফি জানান, কোনো জীবিত মানুষকে মৃত দেখিয়ে সনদ দিলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর