শিরোনাম
বুধবার, ১৪ জুন, ২০২৩ ০০:০০ টা

দিনভর বৃষ্টিতে জনদুর্ভোগ

হিলি প্রতিনিধি

দিনভর বৃষ্টিতে জনদুর্ভোগ

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দিনাজপুরের হিলিতে গতকাল সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। এতে গরম কিছুটা কমলেও দুর্ভোগে পড়েছেন বিভিন্ন গন্তব্যে যাওয়ার উদ্দেশে বের হওয়া পথচারীসহ স্কুল-কলেজের ছাত্রছাত্রী। যানবাহন না পেয়ে বিপাকে পড়ে তাদের গুনতে হয়েছে বাড়তি ভাড়া। অনেককে বৃষ্টি ভিজেই গন্তব্যের যেতে দেখা গেছে। গতকাল সকাল থেকে হিলিতে থেমে থেমে কয়েক দফায় বৃষ্টি হয়েছে। সেই সঙ্গে সকাল থেকে পুরো আকাশ  ছিল মেঘাচ্ছন্ন। স্কুলে মেয়েকে নিয়ে বের হওয়া নাজমা বেগম বলেন, সকাল ৯টায় বাসা থেকে বের হই। বৃষ্টি শুরু হওয়ায় মোটরসাইকেল নিয়ে যাওয়া সম্ভব হয়নি। সে কারণে বাসার সামনে দাঁড়িয়ে থাকি রিকশা ধরতে কিন্তু কিছুক্ষণ অপেক্ষার পর কোনো রিকশা পাইনি। এরই মধ্যে সাড়ে ৯টা বেজে গেছে যার কারণে মেয়েকে নিয়ে স্কুলে যাওয়া সম্ভব হয়নি। আবহাওয়া অধিদফতর দিনাজপুরের ইনচার্জ আসাদুজ্জামান জানান, গতকাল সকাল ৯টায় দিনাজপুর অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ৩৫ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে

সর্বশেষ খবর