বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩ ০০:০০ টা

মাছের ঘেরে বিষ

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনীর এলাঙ্গী বিলে মাছের ঘেরে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এতে অন্তত কোটি টাকার মাছ মারা গেছে বলে দাবি করেছেন মৎস্য ঘেরের মালিক গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী। তিনি জানান, এলাঙ্গী বিলের ৪৫ বিঘা জলকরে ৯০ লাখ টাকার পোনা ছাড়া হয়। দেশিসহ নানা প্রজাতির মাছগুলো বড় হয়ে অন্তত ৩ কোটি টাকার মাছ হয়েছে। মাছের ঘেরের বিদ্যুৎ লাইন ও সিসি ক্যামেরার লাইন কেটে অন্ধকারে মাছের ঘেরে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। সকালে কর্মচারীরা দেখেন মাছ ধীরে ধীরে মারা যাচ্ছে। এতে অন্তত ২ কোটি টাকার মাছ মারা গেছে এবং সেগুলো খাবার অযোগ্য। একটি চক্র শত্রুতাবশত এমন ন্যক্কারজনক কাজ করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। মৎস্য ঘেরের কেয়ারটেকার আবদুল লতিফ জানান, হঠাৎ মাছের ঘেরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়। এতে সন্দেহ হলে ঘেরের চারপাশে টহল দেওয়ার সময় কয়েকটি পলিথিন প্যাকেট দেখতে পান তিনি।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর