বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩ ০০:০০ টা

চাঁপাইনবাবগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত ১ লাখ ৭৬ হাজার পশু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত ১ লাখ ৭৬ হাজার পশু

এবার কোরবানির জন্য চাঁপাইনবাবগঞ্জে প্রস্তুত করা হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৬৯০টি গবাদিপশু। যা প্রয়োজনের তুলনায় প্রায় ৫০ হাজার বেশি। জেলা প্রাণিসম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, এবার কোরবানির পশুর চাহিদা রয়েছে ১ লাখ ২৬ হাজার ৩৭৯টি গবাদিপশু। এর বিপরীতে জেলার পাঁচ উপজেলায় ছোট-বড় মিলিয়ে ১২ হাজার ১২৯টি খামারে ১ লাখ ৭৬ হাজার ৬৯০টি গবাদিপশু ও ছাগল কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। ফলে জেলায় এবার পশু উদ্বৃত্ত থাকবে ৫০ হাজার ৩১১টি। ১ লাখ ৭৬ হাজার ৬৯০টি গবাদিপশু ও ছাগলের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরে রয়েছে ১৭ হাজার ২৩০টি ষাঁড়, ১৯ হাজার ৩৪৪টি বলদ, ১২ হাজার ২৮৩টি গাভী, ৮৯টি মহিষ, ৩৩ হাজার ১৪২টি ছাগল ও ১ হাজার ৮৪৪টি ভেড়া। শিবগঞ্জে রয়েছে ৭ হাজার ২০টি ষাঁড়, ৩ হাজার ৩৮২টি বলদ, ৩ হাজার ৯১টি গাভী, ১৮টি মহিষ, ২০ হাজার ৫৩৪টি ছাগল এবং ১ হাজার ৭৩৭টি ভেড়া। নাচোলে রয়েছে ২ হাজার ৩৫৯টি ষাঁড়, ১ হাজার ২৩২টি বলদ, ১ হাজার ৮৭৩টি গাভী, ৪০টি মহিষ, ৩ হাজার ৪৮১টি ছাগল এবং ভেড়া ১ হাজার ৩২৪টি। গোমস্তাপুরে রয়েছে ৭ হাজার ৯৫৪টি ষাঁড়, ৬ হাজার ৭৯৮টি বলদ, ৭ হাজার ১২৬টি গাভী, ৩৮টি মহিষ, ৬ হাজার ৯৬৬টি ছাগল ও ভেড়া রয়েছে ৩ হাজার ৫৭৯টি এবং ভোলাহাটে রয়েছে ৩ হাজার  ৩৬০টি ষাঁড়, ৩১৭টি বলদ, ৩ হাজার ১৭৪টি গাভী, ৫৬টি মহিষ, ৬ হাজার ৯০৭টি ছাগল ও ভেড়া ১ হাজার ১০৩টি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কোরবানি ঈদকে সামনে রেখে প্রতি বছর চাঁপাইনবাবগঞ্জের খামারিরা গরু পালন করে আসছেন। প্রাকৃতিক পদ্ধতিতে মোটাতাজা করা হচ্ছে এসব গরু। ক্ষতিকর স্টেরয়েড ট্যাবলেট বা ইনজেকশন ব্যবহার করেন না তারা। তবে গো খাদ্যের দাম বেশি হওয়ায় খামারিদের বাড়তি টাকা গুনতে হচ্ছে। ফলে গরুর দাম স্বাভাবিকভাবে বেশি পড়বে বলে ধারণা অনেকের। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জামতলার বাশরি ডেইরি খামারির তত্ত্বাবধায়ক সাইদুর রহমান জানান, শুধু ঈদকে সামনে রেখে নয়, বছরজুড়ে দেশি জাতের গরু পালন হয়ে থাকে এ খামারে এবং অনলাইনের মাধ্যমে ক্রেতারা এখান থেকেই গরু কিনে থাকেন। তবে বর্তমান বাজারে গরুর চাহিদা অনুযায়ী দামও ভালো রয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ খবর