বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩ ০০:০০ টা

বাসের চাকায় পিষ্ট গার্মেন্ট কর্মী, গাজীপুরে তুলকালাম

গাজীপুর প্রতিনিধি

বাসের চাকায় পিষ্ট গার্মেন্ট কর্মী, গাজীপুরে তুলকালাম

সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা -বাংলাদেশ প্রতিদিন

গাজীপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে গার্মেন্ট কর্মী এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় শ্রমিকরা বিক্ষোভ, ভাঙচুর ও সড়ক অবরোধ করেছেন। সিটি করপোরেশনের কাশিমপুর থানার জিরানীবাজার এলাকায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আলপনা আক্তার (২২)। তিনি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার শৈলচাপড়া এলাকার আরিফ হোসেনের স্ত্রী।

পুলিশ, বিক্ষুব্ধ শ্রমিক ও স্থানীয়রা জানান, গাজীপুর সিটি করপোরেশনের জিরানী এলাকার হা-মীম গ্রুপের দ্যাটস ইট নিট লিমিটেড কারখানায় কাজ করতেন আলপনা। গতকাল সকালে রিকশাভ্যানে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে চন্দ্রা-নবীনগর সড়কের জিরানীবাজার এলাকায় পেছন থেকে ভ্যানটিকে ঢাকাগামী একটি বাস ধাক্কা দিয়ে চলে যায়। আলপনা ভ্যান থেকে ছিটকে পড়ে ওই বাসের চাকায় পিষ্ট হন। স্থানীয়রা তাকে পাশের শেখ ফজিলাতুন নেছা মুজিব হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আলপনার মৃত্যুর খবর কারখানায় পৌঁছালে সহকর্মীরা বিক্ষুব্ধ হন। তারা এ ঘটনায় দায়ীদের গ্রেফতার ও শাস্তি দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে চন্দ্রা-নবীনগর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। তাদের সঙ্গে আশপাশের আরও কয়েকটি কারখানার শ্রমিক যোগ দেন। এ সময় শ্রমিকরা ইটপাটকেলে ছুড়ে একটি কারখানাসহ কয়েকটি গাড়ির কাচ ভাঙচুর করেন। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের উভয় দিকে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কাশিমপুর থানার ওসি সৈয়দ রাফিউল করিম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। দুপুর ১টার দিকে দায়ীদের গ্রেফতার এবং শাস্তির আশ্বাস দিলে পরিস্থিতি স্বভাবিক হতে থাকে। আবার কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এক দিনের জন্য (গতকাল) কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

সর্বশেষ খবর