শুক্রবার, ১৬ জুন, ২০২৩ ০০:০০ টা

ভাঙা সেতুতে ঝুঁকি নিয়ে চলাচল

কামরুজ্জামান সোহেল, ফরিদপুর

ভাঙা সেতুতে ঝুঁকি নিয়ে চলাচল

রামকান্তুপুর-ময়েনদিয়া সড়কে ঝুঁকিপূর্ণ সেতু -বাংলাদেশ প্রতিদিন

ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তুপুর-ময়েনদিয়া সড়কের নারানদিয়া সেতুর এক পাশের রেলিং ভেঙে পড়ে গেছে। অন্যপাশের রেলিং অর্ধেক ভেঙে ঝুলে আছে। পলেস্তারা উঠে বেরিয়ে গেছে রড। যে কোনো সময় সেতুটি ধসে প্রাণহানির ঘটনা ঘটতে পারে। বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকি জেনেও প্রতিদিন হাজার হাজার মানুষ এ সেতু দিয়ে চলতে বাধ্য হচ্ছেন। ওই স্থানে নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা সেতুর বিষয়ে উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালেও তারা সংস্কার বা ভেঙে নতুন সেতু করার উদ্যোগ নিচ্ছে না। স্থানীয় ইউপি সদস্য নাসির তালুকদার বলেন, প্রায় ৪০ বছর আগে নির্মাণ করা হয় নারানদিয়া সেতু। ৮-১০ বছর ধরে এটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সেতুটি নিয়ে সব সময় চিন্তায় থাকি। কখন ভেঙে পড়ে সেই আতঙ্কে থাকে সবাই। ওখানে নতুন সেতু নির্মাণ না হওয়া পর্যন্ত এলাকাবাসীর শান্তি নেই। এলাকার প্রায় ১০ হাজার লোক আতঙ্ক আর ভয় নিয়ে সেতুটি ব্যবহার করছেন। যানবাহন চালকরা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে সেতু পারাপার হন। সালথা উপজেলা প্রকৌশলী আবু জাফর মিয়া বলেন, নারানদিয়ার সেতুর বিষয় খোঁজখবর নিয়েছি। সেখানে নতুন সেতু নির্মাণের জন্য ঢাকায় প্রস্তাব পাঠানো হয়েছে। এখনো অনুমোদন পাওয়া যায়নি।

সর্বশেষ খবর