শুক্রবার, ১৬ জুন, ২০২৩ ০০:০০ টা

গ্যারেজে আগুন, পুড়ে গেছে অটো-মিশুকসহ ৩৮ গাড়ি

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে গ্যারেজে আগুন লেগে অটোরিকশা ও মিশুকসহ ৩৮টি গাড়ি পুড়ে গেছে। জেলা শহরের চর শোলাকিয়া বনানী মোড় এলাকায় গতকাল ভোরে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, আরজু মিয়ার গ্যারেজে ভোর ৪টার দিকে আগুন লাগে। চার্জ দেওয়ার জন্য গ্যারেজে অটোরিকশা ও মিশুকসহ ৩৮টি গাড়ি রাখা ছিল। আগুনে গ্যারেজসহ সব গাড়ি পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আবুজর গিফারী জানান, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের উৎস। গ্যারেজে কোনো অগ্নিনির্বাপণ ছিল না। এমনকি ফায়ার সার্ভিসের নম্বরও ছিল না কর্তৃপক্ষের কাছে। ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নেভাতে সক্ষম হয়। আনুমানিক ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিসের এ কর্মকর্তার।

শিবচরে আগুনে পুড়ে তিন গবাদিপশুর মৃত্যু : মাদারীপুর প্রতিনিধি জানান, শিবচরে গোয়াল ঘরে আগুন লেগে দুটি গরু ও একটি ছাগলের মৃত্যু হয়েছে। এ সময় গরু রক্ষা করতে গিয়ে দগ্ধ হয়েছেন মজিবর হাওলাদার নামে এক কৃষক। বুধবার রাত ১০টার দিকে চরশ্যামাইল এলাকায় এ অগ্নিকান্ড ঘটে।

 

সর্বশেষ খবর