শুক্রবার, ১৬ জুন, ২০২৩ ০০:০০ টা

করাতকল মালিকের কারাদণ্ড

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

‘বনের ভিতর ৬১ অবৈধ করাতকল’ শিরোনামে বাংলাদেশ প্রতিদিনে সংবাদ প্রকাশের পর সখীপুরে অবৈধভাবে করাত কল পরিচালনার অভিযোগে আরিফ নামে একজনকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আরও দুটি করাতকলকে ২৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দাড়িয়াপুর এলাকায় গতকাল পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ইউএনও ফারজানা আলম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুঞ্জরুল মোর্শেদ। উপজেলা সহকারী কমিশনার মুঞ্জরুল মোর্শেদ বলেন, করাতকল লাইসেন্স বিধিমালা ২০১২ অনুযায়ী এক মালিককে জরিমানা ও বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ইউএনও ফারজানা আলম বলেন, ভোক্তা অধিকার আইনে দুজনকে জরিমানা করা হয়েছে। অবৈধ করাতকল উচ্ছেদ করতে এ অভিযান অব্যাহত থাকবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর