শুক্রবার, ১৬ জুন, ২০২৩ ০০:০০ টা

কিস্তির টাকা তুলতে গিয়ে গ্রাহকের মারধরে এনজিওকর্মীর মৃত্যু

সাভার প্রতিনিধি

সাভারে কিস্তির টাকা তুলতে গিয়ে গ্রাহকের মারধরে নিহত হয়েছেন এক এনজিওকর্মী। বুধবার রাতে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকালে ব্র্যাক এনজিও সাভারের রাজফুলবাড়িয়া শাখার ফিল্ড অফিসার রেজাউল করিম পানপাড়ার ভাওয়ালীয়াপাড়া এলাকার একটি ডাইং কারখানার শ্রমিক শাহীন আলীর কাছে কিস্তির টাকা তুলতে যান। এ সময় কথা কাটাকাটির জের ধরে শাহীন রেজাউল করিমকে পিটিয়ে হত্যা করে তার সঙ্গে থাকা টাকা লুটে নিয়ে লাশ ঘরের সামনে ফেলে রাখে। রাতে বাড়ির অন্য ভাড়াটিয়ারা তার লাশ দেখে সাভার মডেল থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় পুলিশ হত্যাকারী শাহীন আলীকে গ্রেফতার করেছে। বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলার পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি সংবাদ সম্মেলন করে বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এরপর সাভার মডেল থানার   ট্যানারি পুলিশ ফাঁড়ির আইসি রাসেল মোল্ল্যা অভিযান চালিয়ে শাহিনকে গ্রেফতার করেন।

সর্বশেষ খবর