শিরোনাম
শুক্রবার, ১৬ জুন, ২০২৩ ০০:০০ টা

হত্যা মামলায় তিন ভাইয়ের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে সোলায়মান আলী হত্যা মামলায় আপন তিন ভাইয়ের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র দায়রা জজ নুর ইসলাম গতকাল এ রায় দেন। দন্ডপ্রাপ্ত তিন ভাই হলো- কালাই উপজেলার গোপীনাথপুর আপলাপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে মাহফুজার রহমান, রকিবুল ইসলাম অফির ও আবদুল কুদ্দুস।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ৩০ এপ্রিল সকালে কালাই উপজেলার গোপিনাথপুর-জগডুম্বর মাঝামাঝি এলাকায় গ্রামের রাস্তায় পানি যাওয়ার ড্রেনের মাটি তুলে নিজ জায়গা ভরাট করছিলেন আসামিরা। এ সময় সোলায়মান আলী সেই মাটি রাস্তার ওপর দিতে বললে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আসামিরা সোলায়মানের মাথায় কোদাল দিয়ে আঘাত করে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোলায়মান।

সর্বশেষ খবর