শনিবার, ১৭ জুন, ২০২৩ ০০:০০ টা

বৃহত্তর কুমিল্লায় বেড়েছে ৪০০ কোটি টাকার ফসল উৎপাদন

কুমিল্লা প্রতিনিধি

বৃহত্তর কুমিল্লায় বেড়েছে ৪০০ কোটি টাকার ফসল উৎপাদন

বৃহত্তর কুমিল্লা তথা কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরে সেচ এলাকা বেড়েছে ২৬ হাজার ৯৩ হেক্টর। এতে ফসল উৎপাদন বেড়েছে ১ লাখ ৩৪ হাজার ৬৯৫ টন। যার বাজারমূল্য প্রায় ৪০০ কোটি টাকা। ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া-চাঁদপুর জেলা সেচ এলাকার উন্নয়ন প্রকল্পের ভূমিকা’ শীর্ষক সেমিনারে এ তথ্য জানানো হয়। কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া বিএডিসি সেচ কমপ্লেক্সের সেমিনার কক্ষে গতকাল আয়োজন করা হয় এ সেমিনারের।

বক্তারা আরও জানান, তিন জেলার ৩৪ উপজেলার ৬১৫ কিলোমিটার খাল প্রকল্পের আওতায় খনন করা হয়েছে। খাল খননের পাশাপশি ব্যারিড পাইপ স্থাপনসহ অন্য প্রযুক্তি ব্যবহার করে এসব জমি সেচের আওতায় আনা হয়। এক ফসলি জমিকে দুই এবং দুই ফসলিকে তিন ফসলিতে পরিণত করা হয়। এখনো তিন জেলার ১৫ ভাগের বেশি জমি সেচ আওতার বাইরে রয়েছে। এগুলো সেচের আওতায় এলে ফসল উৎপাদন আরও বাড়বে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন, বিএডিসির ক্ষুদ্রসেচ প্রকল্পের সদস্য পরিচালক প্রকৌশলী সুলতান আহমেদ। প্রধান প্রকৌশলী স্বপন কুমার হালদারের সভাপতিত্বে প্রবন্ধ উপস্থাপন করেন কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া-চাঁদপুর ক্ষুদ্রসেচের প্রকল্প পরিচালক প্রকৌশলী মিজানুর রহমান। প্রবন্ধের ওপর আলোচনা করেন বিশেষ অতিথি বিএডিসি ক্ষুদ্র সেচের প্রধান প্রকৌশলী শিবেন্দ্র নারায়ণ গোপ। মুখ্য আলোচক ছিলেন ড. সুজিৎ কুমার বিশ্বাস, ড. এ কে এম আদহাম, মেহেদী হাসান রুবেল।

 

সর্বশেষ খবর