শনিবার, ১৭ জুন, ২০২৩ ০০:০০ টা

ভাঙা সেতুতে বাঁশের সাঁকো

পিরোজপুর প্রতিনিধি

ভাঙা সেতুতে বাঁশের সাঁকো

একের পর এক সেতু ভেঙে বন্ধ হয়েছে চলাচল। ভাঙা অংশে বাঁশের সাঁকো নির্মাণ করে ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয়রা। এমন চিত্র পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের। এ এলাকার ছয়টি সেতুরই একই অবস্থা। ফলে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

জানা যায়, পিরোজপুর জেলা শহরের সবচেয়ে কাছে শংকরপাশা ইউনিয়ন। এ ইউনিয়নের পাঁচটি ওয়ার্ডের জনগণকে মল্লিকবাড়ি সেতু, বেলতলা সেতু, আফেজ উদ্দিন খালের সেতু, ঝাউতলা সেতু, বাইতুল হুদা মাদরাসা সেতু ও কলবাড়ী সেতু পার হয়ে আসতে হয় পিরোজপুর শহরে। পিরোজপুর-শংকরপাশা-পাড়েরহাট খালের এ সেতুগুলো ভেঙে যাওয়ায় বাঁশের সাঁকো দিয়ে খাল পার হয়ে পিরোজপুরে শহরে আসতে সাধারণ মানুষের পোহাতে হয় ভোগান্তি। বিশেষ করে রোগী, গর্ভবর্তী নারীসহ শিশু ও বয়স্কদের সাঁকো দিয়ে খাল পার হতে পড়তে হয় বিরম্বনায়। সেতুগুলো ভেঙে যাওয়ায় এসব এলাকায় কোনো প্রকার যানবাহন চলাচলের ব্যবস্থা নেই। কয়েক কিলোমিটার হেঁটে বা নৌকায় শংকরপাশা এবং শারিকতলা ইউনিয়নের মানুষদের পিরোজপুর শহরে আসতে হয়। সরকার যখন গ্রাম এলাকায় মানুষের জীবনমান উন্নয়নের জন্য কাজ করছেন তখন জেলা শহরের পাশের এ ইউনিয়নের বেহাল অবস্থার জন্য স্থানীয় জনগণ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। সেতুগুলো দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন তারা। শংকরপাশা ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন মল্লিক স্বপন জানান, সেতুগুলো নির্মাণে বারবার টেন্ডার হলেও দীর্ঘদিন ধরে পড়ে আছে। অফিসে যোগাযোগ করা হচ্ছে, হবে বলছে। নতুন সেতুর কাজের জন্য গেলে ফান্ড সমস্যা আছে- জানায় উপজেলা এলজিইডি অফিস থেকে। পিরোজপুর এলজিইডির সদর উপজেলা প্রকৌশলী হরষিত সরকার জানান, সেতুগুলো ডিপিপিভুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে সব কাজ শুরু হবে। টেন্ডার হলেও কিছু কাজ ঠিকাদার না করায় সেগুলো আবার টেন্ডার করতে হবে।

সর্বশেষ খবর