শনিবার, ১৭ জুন, ২০২৩ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ সাতজন নিহত

প্রতিদিন ডেস্ক

দেশের বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ছাত্রসহ সাতজন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর- গাজীপুর : দুই সন্তানের সামনে দোকানের খুঁটির সঙ্গে পিকআপ ভ্যানের চাপায় প্রাণ গেল শরিফা (২১) নামে এক নারীর। গতকাল দুপুরে বাসন থানার আইটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শরিফা ময়মনসিংহের মুক্তাগাছা থানার মোক্তার হোসেনের স্ত্রী। অন্যদিকে বৃহস্পতিবার রাতে টঙ্গীতে চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বুল (৩০) নামে এক গার্মেন্ট কর্মী নিহত হয়েছেন। নেত্রকোনা : পূর্বধলায় বালুবাহী ট্রাকের চাপায় অটোরিকশায় থাকা ফরিদ উজ্জামান রিফাত (২০) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের ফাজিলপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফরিদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী। গোপালগঞ্জ : মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় আকিজ জুট মিলের দুই শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বিকালে ঢাকা-খুলনা মহাসড়কের পুরাতন মুকসুদপুর এলাকায় একটি পিকাপ তাদের চাপা দেয়। ফরিদপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তারা মারা যান। নিহতরা হলেন- মোক্তার শেখ (৪২) ও মিজানুর রহমান মিঠু। চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় সুচিত্রা রানি (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। সুচিত্রা রানি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার সুধাশু সরকারের স্ত্রী। সকালে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঠাকুরগাঁও : রানীশংকৈলের টেকিয়া (মহেষপুর) এলাকায় সকালে গরুবোঝাই নছিমন উল্টে তরিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তরিকুল উপজেলার বলিদ্বারা শিংহোর গ্রামের বাসিন্দা।

সর্বশেষ খবর