শনিবার, ১৭ জুন, ২০২৩ ০০:০০ টা

সুনামগঞ্জের হাওর নদীতে বাড়ছে পানি

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে দুই দিনের ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে বাড়ছে নদী ও হাওরের পানি। তবে গ্রীষ্মের পুরোটা সময় বৃষ্টি না হওয়ায় হাওরে পানি কম। ফলে খুব তাড়াতাড়ি বন্যা পরিস্থিতি সৃষ্টি হবে না বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। পাউবো জানায়, হাওরগুলোও পানিতে ক্রমে পূর্ণ হচ্ছে। বৃহস্পতিবার সকাল ৯টায় সুরমা নদীর সুনামগঞ্জ পয়েন্টে পানির উচ্চতা ছিল ৬ দশমিক ৯ মিটার-যা বিপৎসীমা থেকে ৯০ সেন্টিমিটার নিচে।

সুনামগঞ্জ সদর উপজেলার বিরামপুর গ্রামের কৃষক আঞ্জব আলী বলেন, বৃষ্টি শুরু হওয়ায় গতবারের ভয়বহ বন্যার কথা ভেবে ভয় পাচ্ছি ঠিকই, তবে এবার টানা দাবদাহের কারণে হাওর একেবারে শুকিয়ে গেছে। বংশ বিস্তার না হওয়ায় মাছের আকাল পড়েছে। নৌপথে যাতায়াতও শুরু হয়নি। এখন পানি বাড়ায় মাছ বড়ছে। চলাচলও সহজ হবে। এদিকে পাহাড়ি ঢলে তলিয়ে গেছে তাহিরপুর-সুনামগঞ্জ ১০০ মিটার ডুবন্ত সড়ক। সড়কের ওই অংশটি ঢলের পানি সহজে নামার জন্য নিচু করে তৈরি করা হয়েছে। সড়ক তলিয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন এলাকার সাধারণ মানুষ। সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী (পওর-১) মামুন হাওলাদার বলেন, দুই দিনের বৃষ্টি ও উজানের ঢলে নদী-হাওরের পানি বাড়ছে। তবে এ মুহূর্তে বন্যার আশঙ্কা নেই।

সর্বশেষ খবর