শিরোনাম
শনিবার, ১৭ জুন, ২০২৩ ০০:০০ টা

লেক খননের প্রতিবাদে বিক্ষোভ

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের মধুপুরে দোখলার আমতলি বাইদে লেক খননের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে গারো কোচ সম্প্রদায়ের লোকেরা। গতকাল সকালে ক্ষুদ্র ও নৃগোষ্ঠী এবং বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্থানীয় পীরগাছা সেন্ট পোলস উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে দোখলা বাজারে গিয়ে শেষ হয়।

সেখানে বন বিভাগের ফটকের সামনে মধুপুর-শোলাকুড়ি সড়ক বন্ধ করে প্রতিবাদ সমাবেশ করে বিক্ষোভকারীরা। ইউজিন নকরেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন ক্ষুদ্র ও নৃগোষ্ঠীর নেতা অজয় এমৃ, হিউবাট মৃ, গৌরাঙ্গ বর্মণ, জন যেত্রা, অলিক মৃ, কৌশলা নকরেক প্রমুখ। সমাবেশ বক্তারা লেক খননের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। সমাবেশে মধুপুর গড় এলাকার মুক্তাগাছা, ঘাটাইল, ফুলবাড়িয়া, ঢাকাসহ বিভিন্ন এলাকার গারো কোচ সংগঠনের নারী-পুরুষ ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর