শিরোনাম
শনিবার, ১৭ জুন, ২০২৩ ০০:০০ টা

চুয়াডাঙ্গায় প্রস্তুত দেড় লাখ গবাদিপশু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় প্রস্তুত দেড় লাখ গবাদিপশু

প্রায় দেড় লাখ গবাদিপশু নিয়ে প্রস্তুত রয়েছেন চুয়াডাঙ্গার সাড়ে ৭ হাজার খামারি। ঈদুল আজহা উপলক্ষে বছরজুড়ে লালন-পালন করা গবাদি পশু বিক্রির মাধ্যমে লাভবান হতে চান তারা। খুচরা ক্রেতা ও বেপারিদের অপেক্ষায় প্রহর গুনছেন ছোট-বড় খামারি। তাদের দাবি, খাবারের দাম বাড়ায় এ বছর পশু পালনে খরচ বেড়েছে। অন্য বছরের তুলনায় পশুর দাম না বাড়লে তাদের লোকসান গুনতে হবে। প্রাণিসম্পদ বিভাগের মতে, জেলায় স্থানীয় চাহিদার চেয়ে অন্তত ৫০ হাজার গবাদিপশু বেশি রয়েছে। জেলার চাহিদা মিটিয়ে এগুলো অন্য জেলায় বিক্রি করা হবে। ক্রেতা ও খামারিদের সার্বিক সহযোগিতায় সর্বদা তৎপর রয়েছেন তারা।

সর্বশেষ খবর