শনিবার, ১৭ জুন, ২০২৩ ০০:০০ টা

জয়পুরহাটে ধানের দাম নিয়ে দুশ্চিন্তায় কৃষক

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে ধানের দাম নিয়ে দুশ্চিন্তায় কৃষক

জয়পুরহাটের বিভিন্ন বাজারে সপ্তাহের ব্যবধানে চিকন ধানের দাম কমেছে মণপ্রতি ২০০ টাকা। ধানের দাম কমায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। বাজারে দিন দিন ধানের আমদানি বাড়লেও চাহিদা না থাকায় নায্যদাম পাচ্ছেন না চাষিরা। তাদের অভিযোগ, মিলমালিকরা না কেনায় কমে যাচ্ছে ধানের দাম। আর মিলমালিকরা বলছেন, আগের মজুদ ধান বিক্রি না হওয়ায় তারা নতুন করে ধান কিনতে পারছেন না। ধানের দাম কমে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন তারা। কৃষকদের অভিযোগ, ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম কমিয়ে দিয়েছে। টাকার জন্য লোকসান করে বাধ্য হয়ে ধান বিক্রি করতে হচ্ছে তাদের। সরেজমিন গতকাল হাট-বাজার ঘুরে দেখা যায়, দুই সপ্তাহ আগে প্রতি মণ কাটারি জাতের ধান ১২৫০-১৩০০ টাকা, জিরাশাইল ১২০০-১২৫০, মোটা জাতের আতপ ১১০০-১১৫০ টাকায় বিক্রি হয়েছে। অথচ গতকাল সেই কাটারি জাতের ধান প্রতি মণ ১০৫০-১১০০, জিরাশাইল ১০০০-১০৫০ টাকা, মোটা আতপ বিক্রি হয়েছে ৯৫০ টাকায়। বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভায়ের পুকুর এলাকার কৃষক আবদুল হান্নান বলেন, গত সপ্তাহে পাঁচশিরা বাজারে কাটারি ধান বিক্রি করেছিলাম ১৩০০ টাকা মণ। গতকাল একই ধান প্রতি মণ বিক্রি হয়েছে ১১০০ টাকায়। ধানের এমন দামে আমরা কৃষকরা দিশাহারা। জয়পুরহাট কৃষি বিপণন কর্মকর্তা রতন কুমার রায় বলেন, ধানের বাজার নিয়ে সিন্ডিকেট হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিহত করা হবে।

সর্বশেষ খবর