শিরোনাম
শনিবার, ১৭ জুন, ২০২৩ ০০:০০ টা

হিলিতে বিনামূল্যে চক্ষু ক্যাম্প

হিলি প্রতিনিধি

দিনাজপুরের হিলিতে দুস্থ চক্ষু রোগীদের জন্য বিনামূল্যে চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে। গতকাল হিলির মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। একটি বেসরকারি চক্ষু হাসপাতাল ও সৌদি আরবের একদল চক্ষু বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম বিভিন্ন এলাকা থেকে আসা ৫ হাজার নারী ও পুরুষ চক্ষু রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষুসেবা দেয়।

এ সময় চোখের বিভিন্ন সমস্যায় ভোগা রোগীদের চোখ পরীক্ষা-নিরীক্ষা করে বিনামূল্যে তাদের ওষুধ ও চশমা দেওয়া হয়। সেই সঙ্গে চোখে ছানিপড়া রোগীদের চিহ্নিত করা হয়েছে। তাদের স্থানীয় মক্কা চক্ষু হাসপাতালে নিলে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন করে বাড়ি পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। মক্কা চক্ষু হাসপাতালের ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, হিলি একটি সীমান্তবর্তী এলাকা। এখানে চোখের রোগের জন্য কোনো চিকিৎসা কেন্দ্র নেই। সেই সঙ্গে চোখের চিকিৎসা কেন্দ্র দূরে হওয়ায় ইচ্ছা থাকলেও যেতে পারেন না। এ ছাড়া দারিদ্র্যের কারণে অনেকেই চক্ষু হাসপাতালে যেতে পারেন না। যার কারণে তারা চক্ষু সেবার বাইরে থাকেন। এমন রোগীদের চিকিৎসাসেবার আওতায় আমাদের এ উদ্যোগ।

সর্বশেষ খবর