শিরোনাম
শনিবার, ১৭ জুন, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

সুশাসন নিশ্চিত করে দেশ এগিয়ে যাচ্ছে : পলক

নাটোর প্রতিনিধি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৎ, দূরদর্শী ও দায়িত্বশীল নেতৃত্বে উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করে সামনে এগিয়ে যাচ্ছে দেশ। নাটোরের সিংড়া উপজেলা অডিটোরিয়ামে গতকাল ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইজড ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত এবং অগ্নিদগ্ধ ও পানিতে ডুবে মারা যাওয়া শিশুর পরিবারকে ১২ লাখ ৪০ হাজার টাকার চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। একই সময় ক্ষুদ্র ও প্রান্তিক ১৪০০ জন কৃষককে রোপা আমন ধানের বীজ-সার এবং গ্রীষ্মকালীন পিঁয়াজ বীজ বিতরণ করা হয়। এ ছাড়া ৪০০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে হাঁস-মুরগিসহ খাদ্য ও ওষুধ বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে পলক আরও বলেন, আওয়ামী লীগ নেতা-কর্মীরা সব সময় অসহায় মানুষের পাশে থাকেন। শেখ হাসিনার নির্দেশে বঙ্গবন্ধুর বৈষম্যমুক্ত সোনার বাংলার আধুনিক রূপ স্মার্ট বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ ওহিদুর রহমান, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস প্রমু।

সর্বশেষ খবর