শনিবার, ১৭ জুন, ২০২৩ ০০:০০ টা

যানজট নিরসনে মাঠে প্রশাসন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

ঈদুল আজহার আগে পরে মহাসড়কে কোনো যানজট থাকবে না বলে জানিয়েছেন বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম। তিনি বগুড়া অঞ্চলের মহাসড়কে যানজট নিরসনে মাঠে নেমেছেন। এ কাজে সবার সহযোগিতা চেয়েছেন তিনি। ডিসি বলেন, আসন্ন ঈদে মহাসড়কে যেন কোনো যানজট না হয় সেজন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। কোরবানির পশুবোঝাই ট্রাক মহাসড়কের ওপর থামানো যাবে না। গত বৃহস্পতিবার বগুড়ার মোকামতলা থেকে শেরপুরের সীমাবাড়ী পর্যন্ত ৬৫ কিলোমিটার নির্মাণাধীন ছয়লেন মহাসড়ক পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। সাইফুল ইসলাম বলেন, মহাসড়কের ওপর চামড়া কেনাবেচার হাটও বসানো যাবে না। বিষয়টি চামড়া ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর