রবিবার, ১৮ জুন, ২০২৩ ০০:০০ টা

লাউয়াছড়ার ৪৩ গাছ মৃত্যুঝুঁকিতে

শ্রীমঙ্গল প্রতিনিধি

লাউয়াছড়ার ৪৩ গাছ মৃত্যুঝুঁকিতে

মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ৪৩টি বৃক্ষ। নির্বিঘ্নে ট্রেন চলাচল ও দুর্ঘটনা এড়াতে উদ্যানের ভিতর রেললাইনের দুই পাশের এ গাছগুলো কাটতে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে চিঠি দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আর এতে প্রাণ সংশয়ে পড়েছে বনের ওই গাছগুলোর। সম্প্রতি স্থানীয় বন ও রেল বিভাগ লাউয়াছড়ায় গিয়ে এ ৪৩টি গাছ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে আসে। গবেষকরা বলছেন, রেলওয়ের এ সিদ্ধান্তটি প্রকৃতিবিরোধী এবং পরিবেশ আইনের লঙ্ঘন। লাউয়াছড়ার যদি একটি গাছও কাটা হয় তাহলে তা হবে বন্যপ্রাণীদের জন্য হুমকি স্বরূপ। মারাত্মক ক্ষতি হবে বনাঞ্চলের জীববৈচিত্র্য ও পরিবেশের। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সূত্রে জানা গেছে, লাউয়াছড়া বনে ঝুঁকিপূর্ণ গাছ কাটার সিদ্ধান্ত ২০১৬ সালে নেওয়া হয়েছিল। ওই বছরের আগস্ট মাসে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সালাহ্ উদ্দিনের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয়ের সভায় হয়েছিল। সভায় বনে ঝুঁকিপূর্ণ গাছ কাটাসহ আরও কিছু সিদ্ধান্ত নেওয়ার জন্য কমলগঞ্জ উপজেলা নির্বাহী, রেলওয়ের সিনিয়র সাব অ্যাসিস্টেন্ড ইঞ্জিনিয়ার ও সহকারী বন সংরক্ষক দিয়ে তিন সদস্যের কমিটি করে দেওয়া হয়। গত ২০ এপ্রিল ঝড়ে লাউয়াছায় রেললাইনে গাছ পড়ে রেল চলাচল বন্ধ হয়ে যায়। লাইন থেকে গাছ অপসারণের প্রায় ১৫ ঘণ্টা পর রেল চালু হয়েছিল। এর পরই বনের লাউয়াছড়া খাসিয়াপুঞ্জি সংলগ্ন তিন কিলোমিটার রেলপথের দুই পাশে ৪৩টি গাছ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সর্বশেষ খবর