শিরোনাম
রবিবার, ১৮ জুন, ২০২৩ ০০:০০ টা

গাছের যত্ন নিলে পরীক্ষায় ৫০ নম্বর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

গাছের প্রতি দরদ বাড়াতে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধলেশ্বর গ্রামের আকছির এম চৌধুরী চ্যারিটি ট্রাস্ট প্রাথমিক বিদ্যালয়। স্কুল থেকে বিতরণ করা গাছ বাড়িতে নিয়ে রোপণ করে যত্ন নিলে বার্ষিক পরীক্ষায় অতিরিক্ত ৫০ নম্বর পাবে শিক্ষার্থীরা। যত্ন না করলে মোট নম্বর থেকে ৫০ কেটে দেওয়া হবে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ‘আখাউড়া প্রকৃতি ও পরিবেশ’ ক্লাবের পক্ষ থেকে শুক্রবার শিক্ষার্থীদের মধ্যে ফলদ গাছের চারা বিতরণের সময় বিদ্যালয় কর্তৃপক্ষ এ নির্দেশনা দেয়। ক্লাবের আহ্বায়ক রুবেল আহমেদের সভাপতিত্বে চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠন উপদেষ্টা ও রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি সুপ্রিম কোর্টের আইনজীবী আকছির এম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন এশিয়া সানি ইন্ডাস্ট্রি ইন্টারন্যাশনাল কো. লিমিটেডের জেনারেল ম্যানেজার জেসি জ্যাং ও মরটন সেনেটারিওয়ার ম্যানুফেকচার লিমিটেডের সেলস ম্যানেজার পেনসন সি।

সর্বশেষ খবর