রবিবার, ১৮ জুন, ২০২৩ ০০:০০ টা

বিভিন্ন দাবিতে কৃষকবন্ধন

প্রতিদিন ডেস্ক

বিভিন্ন দাবিতে কৃষকবন্ধন

পঞ্চগড় থেকে যমুনা সেতু এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে যমুনা সেতু পর্যন্ত রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলোর মহাসড়কে কৃষক সমিতির উদ্যোগে মানববন্ধন হয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল বেলা ১১টায় বগুড়া শহরের সাতমাথায় কর্মসূচি সফল করতে মানববন্ধন করে কৃষক সমিতি বগুড়া জেলা কমিটি। কর্মসূচিতে অ্যাডভোকেট লুৎফর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন লাকি আকতার, কমরেড জিন্নাতুল ইসলাম, হাসান আলী শেখ, নাদিম মাহমুদ প্রমুখ। বক্তারা বলেন, সারসহ সব কৃষি উপকরণের দাম কমিয়ে ন্যূনতম ১ হাজার ৫০০ টাকা মণ দরে প্রকৃত কৃষকের কাছ থেকে ধান কিনতে হবে। বরেন্দ্র অঞ্চলসহ সারা দেশে কৃষি সেচে অনিয়ম হয়রানি-দুর্নীতি বন্ধ করে চাহিদা ও সময়মতো ন্যায্য দামে পানি দিতে হবে। প্রকৃত কৃষককে কৃষি কার্ডসহ শস্য বীমা ও পল্লী রেশন চালুর ব্যবস্থা করার দাবি জানান তারা। এদিকে গাইবান্ধায় কৃষি সেচে অনিয়ম, হয়রানি ও দুর্নীতি বন্ধ, সারসহ সব কৃষি উপকরণের দাম কমানো, শস্যবীমা এবং পল্লী রেশন চালুসহ বিভিন্ন দাবিতে পঞ্চগড় থেকে যমুনা সেতু পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে কৃষকবন্ধন কর্মসূচির আয়োজন করে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও পলাশবাড়িতে কৃষকবন্ধনে বক্তব্য রাখেন কৃষক নেতা জাহিদ হোসেন খান, বিপ্লব চাকী, তাজুল ইসলাম, জাহাঙ্গীর আলম প্রমুখ।

সর্বশেষ খবর