রবিবার, ১৮ জুন, ২০২৩ ০০:০০ টা

৩৩ ভাগ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি

নীলফামারী প্রতিনিধি

গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী রাজনৈতিক দলের সব পর্যায়ে শতকরা ৩৩ ভাগ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে মানববন্ধন হয়েছে নীলফামারীতে। জেলা শহরের চৌরঙ্গি মোড়ে গতকাল ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি আয়োজন করে স্থানীয় সরকার ব্যবস্থার বিভিন্ন পর্যায়ের বর্তমান, সাবেক ও সম্ভাব্য প্রার্থীদের নিয়ে গঠিত সংগঠন ‘অপরাজিতা-নেটওয়ার্ক’। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও গোড়গ্রাম ইউপির সাবেক সংরক্ষিত ওয়ার্ড সদস্য মাসুদা আকতার মিনি। খোকশাবাড়ি ইউপির সংরক্ষিত ওয়ার্ডের সাবেক সদস্য জাহানারা বেগমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন জেলা মহিলা পরিষদ সভাপতি দৌলত জাহান ছবি, কিশোরগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি শিল্পি রায়, জেলা জজ আদালতের আইনজীবী আলপনা রায়, পৌরসভার সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য রতনা রায় প্রমুখ।

সর্বশেষ খবর