রবিবার, ১৮ জুন, ২০২৩ ০০:০০ টা

সেচনালা নির্মাণে অনিয়মের অভিযোগ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সেচনালা নির্মাণে অনিয়মের অভিযোগ

সৈয়দপুরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সেচনালা নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। তিস্তা সেচ প্রকল্পের দিনাজপুর ক্যানেলের ৬ নম্বর সেকেন্ডারি সেচনালা এটি। সংগলশী ইউনিয়ন থেকে শুরু করে বোতলাগাড়ী ইউনিয়নের বোতলাগাড়ীর দোলা পর্যন্ত সাড়ে ১০ কিলোমিটার দীর্ঘ এ সেচনালা নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় ১৭ কোটি ৫০ লাখ টাকা। এ কাজ বাস্তবায়ন করছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, নীলফামারী প ও র (পরিচালনা ও রক্ষণাবেক্ষণ) বিভাগ। সেচনালা নির্মাণে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় শুষ্ক মৌসুমে নালায় পানি ছেড়ে দেওয়া হলে স্রোতে ধসে পড়ার আশঙ্কা রয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। সেচনালা নির্মাণে অনিয়মের বিষয়ে সংশ্লিষ্ট দফতরের নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর